পদ্মশ্রী ভগবত মুরমু ঠাকুর
Padmashri Bhagwat Murmu
Padmashri Bhagwat Murmu first recipient of the Padma Shri Award among Santal People.
Padmashri Bhagwat Murmu |
মানতান ভাগবত মুরমু আ: জানাম দ বিহার
পনত মুঙ্গের জেলা রেনা: বেলা অৗতুরে 1930
সেরমা রে হোয়লেনা ।কৗটিচ
উমের খন গে মানতান মুরমু দ অৗডি
লাসের হাতাঙ অৗনিচ এ তাঁহেকানা।।অনাতে
Science তে
Inter Mediate পাড়হাও
তায়ম গে দেওঘর রেনা: 'সান্তাড় পাহাড়িয়ৗ সেবা মন্ডল" কৗময় জিয়ন দয় এতহব লেৎ তায়া
।নডে দ উনি 1952 মৗহৗত খন 1956 মৗহৗত হৗবিচ কৗমিরে জহড়ে তাঁহেকানা।অনা তায়ম দিসম জাকাৎ উতনৗও কমি হরা রেনা আঁস তাহেঁকান তায় তে 1957 সেরমা
খন 1962 সেরমা
হৗবিচ দ M.L.A লেকাতে
হঁয় বাহাল লেনা।নাওয়া অক্ত রেগে মানতান মুরমু দ সান্তালি পৗরসি,সাঁওহেৎ আর অৗদিবৗসি কোওয়া: ভৗলৗই লৗয়তে অৗডি জৗসতি গে মনে মুরুখ কাতেয় কৗমি আকাদা।সাঁওহেৎ গে সাঁওতা দয় তারাওরাকাব দাডেয়া:আ,নওয়া
পৗতয়ৗও খনগে উনি দ ''হড়
সম্বাদ'' পাথাম
তালাতে আয়মা কৗহনি ,অনড়হেঁ,অনল
কো অল সদর আকাদা।মুরমু ঠাকুরা: নংকান দিসম ভৗলৗই আর
সাঁওতা সুসৗরানা: কৗমি হরা কো ঞেল
কাতেৎ ভারত সরকার পাহাটা খন "পদ্মশ্রী" উপাধি এম কাতে কো সারহাও
আকাদেয়া । মহতান অনলিয়ৗ মানতান পদ্মশ্রী ভগবত মুরমু ঠাকুর দ
1998 মৗহৗত 29 জুন হিলো: নাওয়া ধুড়ি ধৗরতি খন স্বরগ পুরিতেয় মহড়া আকানা।
ছাপা আকান পুথি ক:-
আবোরেন রাষ্ট্রপতি, সুবোধ সান্তালি শিক্ষক
সন্ত বিনোভ ভাবে, দং সেরেঞ,
সহরায় সেরেঞ , বারুবেড়া-1990
Padmashri Bhagwat Murmu |
Translate in bengali
পদ্মশ্রী ভাগবত মুরমু ঠাকুর
সাঁওতালি ভাষা-সাহিত্যের অন্যতম বলিষ্ঠ লেখক ভাগবত মুরমু-র জন্ম বিহার রাজ্যের মুঙ্গের জেলার মটিয়া ডাকঘরের অধীন বেলা গ্রামে। জন্ম হয় ১৯৩০ সালে। গ্রামের স্কুলেই তাঁর প্রাথমিক শিক্ষার শুরু। গুড্ডী মিডিল স্কুল থেকে মিডিল ক্লাশ পাশ করার পর জামুই হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। এরপর হাজারিবাগের সেন্ট কলম্বাস কলেজে দু বছর আই. এস. সি. পড়েন। দেওঘরের সান্তাল পাহাড়িয়া সেবা মণ্ডলে mতাঁর কর্মজীবন শুরু হয়। এখানে ১৯৫২ থেকে ১৯৫৬ সাল পর্যন্ত কাজ করেন। এরপর শুরু হয় তাঁর রাজনৈতিক জীবন। ১৯৫৭ থেকে ১৯৬২ সাল পর্যন্ত এম.এল.এ. ছিলেন। সান্তাল-পাহাড়িয়া সেবামগুডলের দায়িত্বেও তিনি ছিলেন। এই সময়ে সাঁওতালি ভাষা, সাহিত্য ও আদিবাসী সমাজ বিকাশের বহু কাজ করেন। I ভাগবত মুরমু ঠাকুর সাঁওতালি কবি, লেখক হিসেবে পরিচিত হন মূলত 'হড়সম্বাদ পত্রিকার মাধ্যমে। তিনি দীর্ঘদিন ধরে এই পত্রিকায় লেখেন। তাঁর বহু কবিতা, গল্প, প্রবন্ধ 'হড়সম্বাদ' পত্রিকায় প্রকাশিত হয়। প্রসঙ্গত উল্লেখ্য, 'সান্তাল পাহাড়িয়া সেবা মণ্ডল'-এর দায়িত্বে থাকাকালীন সঁওতালি ভাষা ও সাহিত্যের বিকাশের জন্য যে কাজ করেন এবং সমাজ সংস্কারের যে অসামান্য কাজ করেন। তা-র স্বীকৃতি স্বরূপ ভারত সরকারের পক্ষ থেকে ভাগবত মুরমু ঠাকুর কে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। তাঁর রচনায় মূলত গল্প ও কবিতায় নতুন যুগের আভাস এবং মানব প্রেমের কথাই ফুটিয়ে তুলেছেন। সাঁওতালি সাহিত্যের অন্যতম পথিকৃৎ ভাগবত মুরমু ১৯৯৮ সালের ২৯ জুন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তাঁর গ্রন্থ তালিকা :
(১) আবােরেন রাষ্ট্রপতি (আমাদের রাষ্ট্রপতি)।
(২) "সন্ত বিনোভা ভাবে"। এটিরও প্রকাশ সাল জানা যায় নি।
(৩) "দং সেরেঞ" (দং গান)। প্রকাশ সাল জানা যায় নি।
(৪) "সুবােধ সান্তালী শিক্ষক"। এটিরও প্রকাশ সাল জানা যায় নি।
(৫) "সহরায় সেরেঞ" (সহরায় গান)। পুস্তকটি দেওঘরের সান্তাল
পাহাড়িয়া সেবা মণ্ডল কর্তৃক প্রকাশিত। প্রকাশ সাল জানা যায় নি।
(৬) "সানতালি লােক কথা্" এবং সানতালি হিন্দী শব্দকোষ" হিন্দীতে
লেখা গ্রন্থ দুটি "নাগাল্যান্ড ভাষা পরিযদ' কোহিমা কর্তৃক প্রকাশিত। প্রকাশ সাল
জানা যায় নি।
(৭)"বারুবেড়ানামের এই উপন্যাসটি অনেকের মতে তাঁর-ই লেখা। এ
নিয়ে আরাে অনুসন্ধানের প্রয়োজন। গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৯০ সালে।
Post a Comment