গুরু গমকে পন্ডিত রঘুনাথ মুরমু
Pandit Raghunath Murmu
Pandit Raghunath Murmu
সানতালি ভাষাকে এক নতুন অধ্যায়
দিয়েছেন পন্ডিত রঘুনাথ মুরমু। গুরু গমকে পন্ডিত রঘুনাথ মুরমু জন্ম 1905 সালে 5 ই মে. উড়িষ্যা
রাজ্যের ময়ূরভঞ্জ জেলার ডাহারাডি(ডান্ডবস)গ্রাম।
পিতার নাম নন্দলাল মুর্মু মা সলমা মুর্মু। ছোটবেলায় পন্ডিত রঘুনাথ মুর্মুর নামছিল
চুনু মুরমু,শারীরিক অসুস্থতার কারণে
নাম পরিবর্তন করে রঘুনাথ মুরমু ।
শিক্ষা:-
রঘুনাথের বয়স 7
বছর তখন তাকে পাশের গ্রামে গাম্ভারিয়া
ইউ.পি
স্কুলে ভর্তি করা হয়। শিশু বেলায় রঘুনাথ মুরমু উড়িয়া ভাষা বুঝতে পারতেন না।
গাম্ভারিয়া স্কুলের পর বহড়াদা স্কুলে তাকে তৃতীয় শ্রেণীতে ভর্তি করা হয় এরপরে
তিনি বারিপাদা হাই স্কুল অফ ময়ূরভঞ্জ এ ভর্তি হন এখান থেকে 1924 সালে ম্যাট্রিক
পাস করেন.1931-32 সালে বারিপাদা পাওয়ার হাউস থেকে
Apprenticeship করেন
কর্মজীবন:-
1930-31 সালের লোক গণনা
অস্থায়ী কর্মী হিসেবে যোগদান করেন বারিপাদা
পূর্ণচন্দ্র ইন্ডাস্ট্রিয়াল ইনস্টিটিউট Instructor হিসেবে
কাজ করেন।
1933-সালে রঘুনাথ মুরমু বড়ামতাড়িয়া মডেল
ইউ.পি.স্কুলে শিক্ষক হিসেবে যোগদান করেন,এবং
কিছুদিন পর সেই স্কুলের প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন।
1946- সালে
ফেব্রুয়ারি মাসের 6
তারিখে তিনি স্বেচ্ছায় চাকরি থেকে ইস্তফা দেন ।
অল চিকি:-
সাধু রাম চাঁদ মুরমু মতোই রঘুনাথ মুরমু
বুঝেছিলেন যে সাহিত্যের বিকাশ ব্যতিত জাতির বিকাশ অসম্ভব এবং সাহিত্যের বিকাশ
নিজস্ব লিপি একান্ত প্রয়োজন তাই তিনি 1925 সালে
লিপি সৃষ্টি করেন নাম দেন “ অল
চিকি ”।
1938 সালে অলচিকি
প্রচারের জন্য কাঠের ছাপা মেশিন তৈরি করেন।
1939 সালের
ফেব্রুয়ারি মাসে বারিপাদা এক সভায় রঘুনাথ মুরমু তার তৈরি ছাপা মেশিন ও অল চিকি
কে জনসমক্ষে আনেন।
1960সালে আদিবাসী সোসিও এডুকেশনাল এ্যান্ড
কালচারাল এসোসিয়েশন তৈরি করেন।
রঘুনাথ মুর্মুর প্রকাশিত এবং অপ্রকাশিত
গ্রন্থের তালিকা:-
হর সেরেঞ 1936, বিদু চাঁদান 1942, ঞেল জং লাগিদ অল1946, দাড়েগে ধন 1948, খেরওয়াড়
বীর1952, অল
উপরুম1954, বাহা1954, হিতৌল1966, এলখা1966,বাঁখেড়1967, পারসিপহা1968, রনড়1976, সিদু
কানহু হুল1996, লাকচার সেরেঞ।
বিশেষ সম্মান:-
ময়ূরভঞ্জ আদিবাসী মহাসভা পন্ডিত রঘুনাথ মুরমু কে গুরু গমকে উপাধিতে
ভূষিত করেন।
Mr M.D Julius টিগ্গা পন্ডিত রঘুনাথ মুরমু কে great Inventor and Dramatist.
রাঁচির "ধুমকুরিয়া রাচি"
নামক সংস্থা পন্ডিত রঘুনাথ মুরমু কে Doctorate of Literature উপাধিতে1957
সালে 8মার্চ তাকে সম্মানিত করা হয়।
প্রখ্যাত নৃতত্ত্ববিদ চারুলতা মুখার্জি
পন্ডিত রঘুনাথ মুরমু কে "Priests
of the Tribes"অভিধায় ভূষিত করেছেন।
উড়িষ্যার তৎকালীন উন্নয়নমন্ত্রী রাম
জিৎ সিং বারিহা পন্ডিত মুর্মু কে A great orator with charming voice আখ্যা দেন।
আদিবাসীদের বিশিষ্ট নেতা জয়পাল সিং
থাকে পন্ডিত বলে আখ্যা দেন।
America California university বিশিষ্ট
পদার্থবিদ অধ্যাপক Martin
Lawrence তাকে Spiritual Guru আখ্যা দেন।
উড়িষ্যা সাহিত্য একাডেমি 1978 সালের 28 মার্চ
তাঁকে founder of santali language literature and inventor of
Olchiki অভিধায় শ্রদ্ধা নিবেদন করেছেন...
1982 সালে 1st February তাঁর কর্ম যজ্ঞ অসমাপ্ত রেখে পরলোক গমন করেন।
Post a Comment