ধীরেন্দ্রনাথ বাস্কে
সাঁওতালি ভাষা সাহিত্যের বিকাশে ধীরেন্দ্রনাথ বাস্কের অবদান অতুলনীয়।
বিশিষ্ট লেখক ও ঐতিহাসিক ধীরেন্দ্রনাথ বাস্কের জন্ম মেদিনীপুর জেলার ভীমপুরে। ধীরেন্দ্রনাথ বাস্কে 1930 সালে 14 ই জুন জন্মগ্রহণ করেন। ধীরেন্দ্রনাথ বাস্কের পিতা নাম প্রিয়নাথ বাস্কে, আর মাতার নাম সোরোজিনি বাস্কে। তার পিতা ছিলেন তৎকালীন সময়ের বিশিষ্ট ব্যক্তি ও ভীমপুর সাঁওতাল হাই স্কুলের শিক্ষক।
শিক্ষাজীবন :-
ভীমপুর এ তাঁর প্রাথমিক শিক্ষা শুরু হয়, ভীমপুর সান্তাল হাই স্কুল থেকে ম্যাট্রিক পাস করেন। এরপর তিনি হুগলি জেলার শ্রীরামপুর কলেজে ভর্তি হন, সেখান থেকে তিনি আই এ এবং বি এ পাস করেন।
কর্মজীবন:-
ধীরেন্দ্রনাথ বাস্কের কর্মজীবন শুরু হয় শিক্ষকতা দিয়ে। তিনি ভীমপুর হাই স্কুলের এবং 24 পরগনা জেলার বিষ্ণুপুরের শিক্ষা সঙ্ঘে শিক্ষকতা করেন।
ধীরেন্দ্রনাথ বাস্কে 1979 সালে নিউ দিল্লিতে Indian institute of mass communication থেকে সাংবাদিকতা করেন। কর্ম জীবন থেকে সরকারিভাবে অবসর নিলেও পশ্চিমবঙ্গ সরকার অনুন্নত সম্প্রদায় কল্যাণ বিভাগের পক্ষ থেকে তাঁকে আদিবাসী উন্নয়ন সমবায় নিগম এ নিয়োগ করা হয়, আর এই দায়িত্ব তিনি সম্পূর্ণভাবে পূর্ণ পালন করেন।
1956 সালে পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে সান্তালি ভাষা পত্রিকা প্রকাশ শুরু করেন এবং এই পত্রিকার নাম হয় "কথাবার্তা" পরে পত্রিকাটি সাঁওতালি তে রূপান্তর হয়ে নাম হয় "গালমারাও" ,এই পত্রিকাতে তিনি সহ সম্পাদক হিসেবে নিযুক্ত হন। এই পত্রিকাটি পরবর্তী সময়ে "পশ্চিমবাংলা" নামে পরিবর্তন হয়। 1956-1989 দীর্ঘ 33 বছর ধরে " পশ্চিমবাংলা" পত্রিকার সহ-সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।
তার গ্রন্থ তালিকা নিম্নরূপ :-
(1) “সাঁওতাল গণসংগ্রামের ইতিহাস”। গ্রন্থটির প্রথম প্রকাশ 1976 সালে।
(২) “সানতালি মেনকাথা আর ভেনতা কাথা” (সাঁওতালি প্রবাদ প্রবচন ও বাগধারা)। প্রকাশিত হয় 1982 সালে।
(3) “কুদুম” (হেঁয়ালী)এই গ্রন্থটি 1982সালে প্রকাশিত হয়।
(4) “পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ”। 1987সালে প্রকাশিত। .
(5) “হড়মহল রেয়াঃ আরি” (সাঁওতাল সমাজের নিয়মনীতি)। প্রকাশিত হয়। 1988সালে। |
(6) “বঙ্গ সংস্কৃতিতে প্রাক বৈদিক প্রভাব” 1992 সালে প্রকাশিত হয়।
(7) “হড় সমাজ রেয়াঃ আরি আর বিচার ধারা” প্রকাশিত হয় 1992 সালে।
(8) “কারাম বিনতী” 1994সালে প্রকাশিত।
(9) “পছিমবাংলা আর আবােরেন আগিল বিরৗদালিক” 1995 সালে প্রকাশিত হয়।
(10) “গণ আন্দোলনে সাঁওতাল সমাজ”। প্রকাশিত হয় 1995সালে।
(11) “মারে হড় কৗহনী” প্রকাশিত হয় 1997সালে।
(12) “দাঁশায় দাঁড়ান রেয়াঃ তেতেৎ পাঁজা” প্রকাশিত হয় 1998সালে।
(13) “সাঁওতালি ভাষা ও সাহিত্যের ইতিহাস।” 1999 সালে প্রকাশিত।
(14) “সান্তাড় সমাজ ইঞ কুলিয়েকানা” এই গ্রন্থটি 2000 সালে প্রকাশিত হয়।
(15) “হড় রড় বায়ান আরি” (সাঁওতালি ভাষার ব্যাকরণ) প্রকাশিত হয়। 2001 সালে।
(16) “The Tribes of West Bengal”। প্রকাশিত হয় 2002 সালে।
(17) “বাহা পবর আর হড় সমাজ” প্রকাশিত হয় 2002 সালে।
সানতালি সাহিত্যের বিশেষ অবদানের জন্য ধীরেন্দ্রনাথ বাস্কে কে বহু সম্মানে পুরস্কৃত করা হয় :-
(1) 1986সালে উত্তর চব্বিশ পরগনার বনগাঁর রণতরী সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সম্মান প্রদান।
(2) বাংলার কবি, লেখক, শিল্পী ও বুদ্ধিজীবি মহলের পক্ষ থেকে 1988 সালে শিরােপা প্রদান।
(3) বাংলা দলিত সাহিত্য সংস্থার পক্ষ থেকে 1992 সালে তাকে “বিরসা। মুণ্ডা পুরস্কার প্রদান।
(4) পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 1992 সালে “গুণীজন সম্মান প্রদান।
(5) অল ইন্ডিয়া সানতালি রাইটার্স এসোসিয়েশনের পক্ষ থেকে 1993 সালে শিরোপা প্রদান করা হয়।
(6) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আদিবাসী গবেষক হিসেবে বিশেষ সম্মান পান।
Post a Comment