আর. কারস্টেয়ার্স (R. Catstairs)
পুরাে নাম রবার্ট কারস্টেয়ার্স (Robert Carstairs)। I. C. S. পাশ করার পর ইংল্যান্ড থেকে ১৮৮৫ সালে ভারতবর্ষে আসেন। বিহার রাজ্যের (বর্তমানে।ঝাড়খণ্ড) সাঁওতাল পরগণা জেলায় ডেপুটি কমিশনার পদে আসীন হন। জানা যায়, দীর্ঘ তের বছর ধরে অর্থাৎ ১৮৯৮ সাল পর্যন্ত এই পদে থেকে সাঁওতালদের। কাছ থেকে চিনেছেন, জেনেছেন। তার আসার মাত্র তিরিশ বছর আগে এই অঞ্চলেসিদু-কানুর নেতৃত্বে সাঁওতাল বিদ্রোহ ঘটে গেছে। সেই বিদ্রোহের রেশ।
তখনও ধিকি ধিকি করে জ্বলছে। ফলে বিদ্রোহের কারণ, বিদ্রোহের রূপরেখা কেমন ছিল তা তিনি জেনে নিতে পেরেছিলেন। এই ‘হুল’ বা সাঁওতাল বিদ্রোহকে বিষয় বস্তু করে একখানা বৃহৎ আকারের উপন্যাস রচনা করেন। উপন্যাসটির নাম
Harimas Village” পুখুরিয়ার সান্তাল মিশন প্রেস থেকে উপন্যাসটি (১৯৩৫) সালে প্রকাশিত হয়। ১৮৫৫-৫৬ সালের সাঁওতাল বিদ্রোহকে কেন্দ্র করে লেখা। এই উপন্যাসটি পরবর্তী সময়ে রুবেন রুসেন কিস্কু রাপাজ সাঁওতালিতে অনুবাদ করেন নাম দেন “হাড়মাওয়াঃ আতাে” (হাড়মার গ্রাম)। এটি প্রকাশিত হয় ১৯৪৬ সালে।
সাঁওতালদের সংস্কৃতি বিষয়ক একখানা গ্রন্থেরও তিনি রচনা করেন। “Thel littleword of An Indian District Office” নামের এই গ্রন্থটি ১৯১২ সালে।লন্ডন থেকে প্রকাশ করেন।
Casino - Dr. Maryland
ReplyDeleteThe Casino 진주 출장마사지 is home to a world 부천 출장샵 of slots, video poker, live dealer tables, bingo, and table games. 안성 출장샵 It's 창원 출장안마 also 전라남도 출장안마 home to more than 5500 slots and live
Post a Comment