স্যার ড. জি. আর্চার (Sir. W. G. Archer):-
পুরাে নাম উইলিয়াম জর্জ আর্চার (William George Archer )। আর্চার সাহেব 1 ফেব্রুয়ারী 1907 সালে জন্মগ্রহণ করেন । আর্চার সাহেব প্রথমে ইমানুয়েল কলেজ, পড়াশোনা শেষ করে, কেমব্রিজে থেকে ইতিহাস, তারপরে লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল স্টাডিজে হিন্দি, ভারতীয় ইতিহাস এবং আইন অধ্যয়ন করেন। পরবর্তীকালে তিনি ভারতীয় সিভিল সার্ভিসে (Indian Civil Service), বিহারে, কর্মচারী রূপে 1931 সালে ভারতে আসেন। তার কর্মস্থল ছিল বিহার রাজ্যের সাহাবাদ জেলায়। কর্মসূত্রে বিহারের বিভিন্ন জায়গায় বদলি হতে হতে আসেন,সাঁওতাল পরগণায়। ১৯৪২ সালের ডিসেম্বর থেকে ১৯৪৫ সালের জুন মাস পর্যন্ত সাঁওতাল পরগণার ডেপুটি কমিশনার (D. C.) পদে আসীন ছিলেন। পরে
তার পদ পরিবর্তন হয়। Judicial Department to record the Santal Law-এর Special Officer পদে বহাল হন। সাঁওতাল পরগণায় থাকাকালীন
আর্চার সাহেব সাঁওতালদের প্রচলিত গান যেমন সাংস্কৃতিক গান, বিয়ের গান। ইত্যাদি সংগ্রহ করে তা গ্রন্থাগারে প্রকাশ করেন। ১৯৪৫ সালে প্রকাশিত এই গ্রন্থের নাম ‘হড় সেরেঞ (সাঁওতালদের গান)।
সাঁওতালদের নাচ-গান, লােককাহিনী, সমাজ-সংস্কৃতির নানা বিষয়কে নিয়ে
আর্চার সাহেব ইংরেজীতে একখানা গ্রন্থ রচনা করেন। 1974 সালে দিল্লী থেকে
প্রকাশিত আর্চার সাহেবের এই গ্রন্থের নাম “The Hill of Flutes, Life,
Love and Poetry in India, A Portriat of Santali.” সাঁওতালদের নিজস্ব
আইনকানুনকে লিপিবদ্ধ করে রাখেন “Tribal Law and Justicc” গ্রন্থে।
ড.কুমার সুরেশ সিং গ্রন্থটি ১৯৮৪ সালে প্রকাশ করেন। Sir W. G. Archer
দীর্ঘ কাজ করার পর আর্চার সাহেব ইংল্যান্ডে ফিরে যান এবং 6 March 1979 (aged 72) সালে পরলােকগমন করেন |
স্যার ড. জি. আর্চার (Sir. W. G. Archer) লেখা বই গুলোর নাম :-
Books
The Blue Grove; The Poetry Of The Uraons. 1940.
The Vertical Man. 1947.
Kangra Painting. 1952.
Bazaar Paintings of Calcutta: The Style of Kalighat. 1953.
Garhwal painting. 1954.
Indian paintings from Rajasthan. 1957.
The Loves of Krishna in Indian Painting and Poetry. 1957.
Central Indian Painting. 1958.
India and Modern Art. 1959.
Indian Painting in Bundi and Kotah. 1959.
Indian Miniatures. 1960.
Kalighat Drawings. 1962.
Paintings of the Sikhs. 1966.
Kalighat Paintings: A Catalogue and Introduction. HMSO. 1971. ISBN 9780112900290.
Indian Paintings from the Punjab Hills. London. 1973. ISBN 9780856670022.
The Hill Of Flutes: Life, Love And Poetry In Tribal India: A Portrait Of The Santals. London: Allen & Unwin. 1974. ISBN 9780045720217.
Songs for the Bride: Wedding Rites of Rural India. 1985. ISBN 978-0231059183. OCLC 11372032.
Archer, William; Archer, Mildred (1994). India Served and Observed. London: BACSA. ISBN 978-0907799535.
Papers
Archer, Mildred & W.G. Archer (1955) Natural history paintings. In Indian painting for the British 1770–1880, pp. 91–98. Oxford, Oxford University Press.
Post a Comment