ডঃ ডমন সাহু 'সমীর' Dr. Doman Sahu Sameer #Doman_Sahu_Sameer

 ডঃ ডমন সাহু 'সমীর' 

ডঃ ডমন সাহু 'সমীর' Dr. Doman Sahu Sameer
ডঃ ডমন সাহু 'সমীর' Dr. Doman Sahu Sameer


সান্তালি সাহিতের ইতিহাসে বিশিষ্ট কবি, সম্পাদক প্রাবন্ধিক ও গবেষক ডঃ ডমন সাহু 'সমীর'  জন্ম  

 ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলার অধীন পাণ্ডা  নামে,  গ্রামে জন্ম হয় ১৯২৪ সালের ৩০ জুন তারিখে।

পিতার নাম দয়াল সাহু এবং মাতা পিয়াসী দেবী। 

শিক্ষাগ্রহণ ঃ-

১৯৩১ সালে গ্রামের স্কুলে লকসিমি আপার প্রাইমারছুলহাতে খড়ী শুরু হয়। পাথরার মিশন স্কুলে থেকে ১৯৩৭ সালে মেরিট স্কলারশিপসহো পাশ করেন।  ১৯৪২ সালে গোড্ডা হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। ডমন সাহু  হলেন প্রথম ব্যক্তি যিনি সাঁওতালি বিষয় নিয়ে ম্যাট্রিক পাশ করেন। ডমন সাহু আই. এ. পড়ার জন্য ১৯৪২ সালেই ভাগলপুরের তেজ নারায়ণ জুবলি কলেজে ভর্তি হন। সমীরজী প্রাইভেটে ভাগলপুর বিশ্ববিদ্যালয় থেকে L.A. B.A. (অনার্স), M.A. এবং B.L.A. পাশ করেন। 

কর্মজীবনঃ-

১৯৪৪ সালের জুলাই মাসে সানতাল পরগনা ডেপুটি কমিশনার অফিসে করণিক পদে বহাল হন।  ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। তার প্রায় দু মাস আগে বিহার সরকার উদ্দেগে সাঁওতালি ভাষায় সাপ্তাহিক খবরের কাগজ প্রকাশ করেন। এবং এই পত্রিকারন নাম "হড়সম্বাদ” রাখেন। টানা ৩৬ বছর  সম্পাদনার শুরু দায়িত্ব পাল করে ১৯৮৩ সালের জুন মাসে অবসর গ্রহণ করেন। 


ডঃ ডমন সাহু 'সমীর’-এর গ্রন্থ তালিকা

সাঁওতালি গ্রন্থ-

“গিদরী কো রীসকাঃ পুথি”  ১৯৪১ সালে ,  “সেদায় গাতে”  ১৯৪৮ সালে  , “মহাত্মা গান্ধী” ১৯৫১ সালে।

“আকিল  মারশাল”  ১৯৫৫ সালে , “আকিল হর” ১৯৮৪ সালে। “সেতাঃ” ১৯৮৮ সালে  "মাতাল” ১৯৮৯ 


ডঃ ডমন সাহু 'সমীর’ সম্মন্ধে আরে বেশি জানতে হলে লিঙ্কে ক্লিক


....  https://youtu.be/O2Jkizly7Ts   Literary Forum on Doman Sahu Sameer, distinguished Santali scholar on 10 September 2021 

 Dr. Doman Sahu Sameer

ডঃ ডমন সাহু 'সমীর'

#Dr._Doman_Sahu_Sameer

#ডঃ_ডমন_সাহু_'সমীর'

#Doman_Sahu_Sameer

1/Post a Comment/Comments

Post a Comment